সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার, আটক ১

মোংলা(বাগেরহাট) প্রতিনিধি জুলাই ৫, ২০২১, ১১:৩৮ এএম
ছবি: সংগৃহীত
বাগেরহাটঃ নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় এক জেলেকে আটক করেছে বন বিভাগ। আজ সোমবার (৫ জুলাই) সকালে সুন্দরবনের বুড়বুড়িয়া খাল থেকে কীটনাশকমিশ্রিত মাছসহ তাঁকে আটক করা হয়। 
 
আটককৃত ব্যক্তি ৫নং সুন্দরবন ইউনিয়নের ১নং ওয়ার্ড আগলাদিয়া গ্রামের আফজাল ব্যাপারীর ছেলে সাজ্জাদ ব্যাপারী।
 
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার সকালে বনপ্রহরীরা বনের বুড়বুড়িয়া খালে গিয়ে ঐ জেলেকে দেখতে পান। এ সময় জেলে বনপ্রহরীদের দেখামাত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় পান্নার বাড়ির পিছন থেকে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। 
 
এসময় কাটাখালী ও বৈদ্দমারী টহল ফাঁড়ির সাথে ও সিপিজি,সিপিপি,বিটি আর টি একসাথে এ অভিযানে ছিলেন।
 
কীটনাশক দিয়ে ধরা প্রায় ২০ থেকে ২৫ কেজি গোদা চিংড়ি মাছ জব্দ করা হয়।
বন আইনে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে জানান এ বন কর্মকর্তা।
 
মৎস্য বসায়ীরা বলেন, এই বিষের কারনে প্রতিটি মাছের ঘেরে পানি ওঠার কারনে ভীষণ ক্ষতি গ্রস্ত হয় মৎস্য ব্যাসায়ীরা
 
উল্লেখ্য, সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার বন্ধে এবং ডলফিনের অভয়ারণ্য সংরক্ষণসহ বনকেন্দ্রিক অপরাধ দমনে ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত বনের সব খালে মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।