যশোরে করোনায় ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি জুলাই ৪, ২০২১, ১০:১৮ পিএম
ছবিঃ আগামী নিউজ

যশোরঃ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা রেডজোন ও ইয়োলোজোনে চিকিৎসাধীন আরও ১৭ জন মারা গেছেন। যা করোনাকালের শুরু থেকে একদিনে সর্বোচ্চ মৃত্যু হিসেবে রেকর্ড করা হয়েছে।  

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ১৭ জনের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৭ জন। তারা হলেন যশোর শহরের বেজপাড়া এলাকার মৃত মজনু শেখের স্ত্রী সখিনা বেগম (৬০), সদর উপজেলার ছোট মেঘলা গ্রামের মখলেছুর রহমানের স্ত্রী সমেত্ত বেগম (৬০), মণিরামপুর উপজেলার দেবীদাসপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মিজানুর রহমান (৪২), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আখমুন্দিয়া গ্রামের আকবার আলীর স্ত্রী হামিদা বেগম (৭৫), গাবতলা এলাকার তাবারক আলীর ছেলে মোবাচ্ছের (৫৩), মহেশপুর উপজেলার একতারপুর গ্রামের জবেদ আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৫), ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আমতলা এলাকার মুনছুর আলীর  স্ত্রী মনোয়ারা বেগম (৭০)।

করোনার উপসর্গে মৃত ১০ জন হলেন, চৌগাছা উপজেলার ফুলসার গ্রামের আমজাদ আলীর ছেলে তোফাজ্জেল হোসেন (৭৫), অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার মাওলা বক্সের ছেলে আব্দুল লতিফ (৭০), সদর উপজেলার আরিচপুর গ্রামের মোসলেম আলীর ছেলে অজিদ বিশ্বাস (৬৫), বসুন্দিয়া গ্রামের তারক নাথের ছেলে অজিত কুমার সাহা (৮০), মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে  ইউনুস আলী (৬৪), ভেকুটিয়া গ্রামের চেরাক আলীর ছেলে তাজুল ইসলাম (৬০), উপশহর এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী নাজমা বেগম (৩৮), মণিরামপুর উপজেলার বজলুর হোসেনের ছেলে নজরুল ইসলাম (৫৫), কুয়াদা গ্রামের আমিন উদ্দিনের স্ত্রী আয়েশা বেগম (৭৫) ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শুভ আলীর ছেলে এস হক (৮৪)।