নানিয়ারচরে আইন অমান‍্য করায় ৭জনকে জরিমানা

নাজমুল হোসেন রনি, রাঙামাটি সদর প্রতিনিধি জুলাই ৪, ২০২১, ০৬:৩৫ পিএম
ছবিঃ আগামী নিউজ

রাঙামাটিঃ সরকার ঘোষিত সপ্তাহ ব্যাপি লকডাউনের চতুর্থদিন। কঠোর লকডাউনে প্রতিদিনের ন্যায় রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কঠোর অবস্থানে র‍য়েছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।

রবিবার (৪ জুলাই) সকাল হতে দুপুর পর্যন্ত নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি উপজেলার টি এন্ড টি, নানিয়ারচর বাজার, বুড়িঘাট, ইসলামপুর,বগাছড়ির বিভিন্ন বাজারে ও সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এসময়ে নানিয়ারচর থানা এস আই মোঃ-মাহাবুব হোসেন ও সাজ্জাদ হোসেন সহ পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

এ সময় কোভিড ১৯ দণ্ডবিধি ১৮৬০ আইনের ২৬৯ এর ধারা মোতাবেক লকডাউন অমান্য ও মাস্ক বিহীন চলাফেরা করার দায়ে ব্যবসায়ী ও পথচারী ৭ জনকে জরিমানা করা হয়েছে।

এছাড়া লকডাউন বাস্তবায়ন করার লক্ষে উপজেলার সড়কের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী-পুলিশ কমকর্তা ও সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন‍্য মাস্ক বিতরণ সহ উপদেশমূলক কথা বার্তা বলা হয়েছে।