মাগুরায় লকডাউন কার্যকর করতে সেনাবাহিনীর তিন স্তরের চেকপোষ্ট 

মোখলেছুর রহমান, মাগুরা প্রতিনিধি জুলাই ৪, ২০২১, ০৪:১৫ পিএম
ছবি : আগামী নিউজ

মাগুরাঃ জেলা  শহরে সাধারণ মানুষ অহেতুক ঘুরাঘুরি বন্ধ করতে তিন স্তরের চেক পোস্ট বসিয়েছে সেনাবাহিনী। আজ রবিবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার সামনে, সরকারি বালক বিদ্যালয় ও স্টেডিয়াম গেটের সামনে এ চেক পোস্ট বসিয়ে জরুরী প্রয়োজন ব্যতিত শহরে প্রবেশের পথ বন্ধ করে। 

মাগুরায় নিযুক্ত ৫৫ পদাতিক ডিভিশনের রওশন আরা রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল আতিফ সিদ্দিকী জানান, কঠোর লকডাউন শুরু হলেও শহরে সাধারণ মানুষ অহেতুক ঘুরাঘুরি করছে। অনেকের মুখে নেই মাস্ক, নেই স্বাস্থ্য সচেতনতা। কঠোর লকডাউনের নানা বিধিবিধান সাধারণ মানুষকে মানাতে তিন স্তরের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। কেউ অহেতুক ঘরের বাইরে বের হলে তাকে আইনের আওতায় এনে শাস্তি বিধানের জন্য সেনাবাহিনী, বিজিবি সদস্য ও নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাজ করছে।