কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৫ নিহত

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল প্রতিনিধি জুলাই ৩, ২০২১, ১১:০৯ এএম
ছবি : আগামী নিউজ

টাঙ্গাইলঃ জেলার কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও মাছবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের হালি শহরের মোরশেদের স্ত্রী ফরিদা (৩২), মেয়ে মারিয়া (১০) ও ফরিদার বড় বোন ফেরদৌস আরা (৩৫)। বাকী দু’জনের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- গাজীপুর জেলার বোর্ড বাজার এলাকার হারেজ আলী (৪৫), গাজীপুরের আব্দুর রাজ্জাকের ছেলে বাদশা (২০), রহিস উদ্দিনের ছেলে শাহজাহান (৪০), চট্রগ্রামের মাহবুব আলমের ছেলে মারুফ (২৫) চট্রগ্রামের মোরশেদ আলমের মেয়ে মাহি (৭)। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ইন্সপেক্টর ওসি (তদন্ত) সাহেদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে হাতিয়া এলাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছবাহী একটি পিকআপ ভ্যানের সাথে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ৩ জন নিহত হয়। এতে আহত হয় ৭ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে আরও এক নারীসহ ২ জনের মৃত্যু হয়।