রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে পাংশায় খাবার বিতরণ 

পাংশা ( রাজবাড়ী) প্রতিনিধিঃ  জুলাই ২, ২০২১, ০৭:২০ পিএম
ছবিঃ আগামী নিউজ

রাজবাড়ীঃ করোনা মহামারীর সময় চলমান লকডাউনের ফলে নিন্ম আয়ের মানুষের মধ্যে রান্না করা খাবার বিনামূল্যে বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি , রাজবাড়ী ইউনিট।

শুক্রবার (২ জুলাই) দুপুরে বৃষ্টির মধ্যে হতদরিদ্র প্রায় ৪ শত মানুষের মধ্যে খাবার পৌছে দিয়েছে রেড ক্রিসেন্ট রাজবাড়ী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন এর উপস্থিতিতে একদল সেচ্ছাসেবক। পাংশা শহরের বিভিন্ন এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় পাংশা প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক সময়ের আলো পত্রিকার পাংশা প্রতিনিধি সেলিম মাহমুদ ও পাংশা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈকত শতদল উপস্থিত ছিলেন।

রেড ক্রিসেন্ট রাজবাড়ী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন বলেন,রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার এর সার্বিক নির্দেশনায় আমাদের ২৪ ঘন্টা রোগী পরিবহন গাড়ী সেবা চলমান রয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে করোনা টিকাদান কর্মসূচির সাথে আমাদের সেচ্ছা সেবক গন জরিত রয়েছে এছারাও আমরা মানুষের মধ্যে রান্নাকরা খাবার পৌছে দিচ্ছি, আগামী এক সপ্তাহের মধ্যে অক্সিজেন সেবা পৌঁছে দিতে পারব বলে আশা করছি। আমরা সদর দপ্তরের নির্দেশনায় কাজ করে যাচ্ছি।