কুমিল্লায় শনাক্ত ১৭০,মৃত্যু ২

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা প্রতিনিধি জুলাই ২, ২০২১, ০৫:৩১ পিএম
ফাইল ফটো
কুমিল্লাঃ আজ শুক্রবার (২ জুলাই)  কুমিল্লা জেলায়  নতুন করে আরো ১৭০ জনের  পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪২জন।
 
আজকের রিপোর্টে  দুইজন  মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ৪৮৪ জনে দাঁড়ালো।সিটি কর্পোরেশন ১ জন, দাউদকান্দি  ১ জন।
 
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ১২০ জন, বুড়িচর ৪ জন, আদর্শ সদর ৪ জন, সদর দক্ষিণ ৩জন, লালমাই ১জন, হোমনা ১ জন, বরুড়া ৪ জন, নাঙ্গলকোট ৬ জন, দেবিদ্বার  ৫জন, মনোহরগঞ্জ ২জন, দাউদকান্দি ২ জন, চান্দিনা ২ জন, লাকসাম ৬ জন, চৌদ্দগ্রাম ৮ জন, ব্রাক্ষণপাড়া ২। আজকের রিপোর্টে সুস্থ ৪০জন।
 
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে  ১১হাজার ৮৪৫জন করোনা রোগী। আজকের সুস্থ  মনোহরগঞ্জ ৫জন, সিটি কর্পোরেশন ৪০জন ।
 
গতকাল ০২জুলাই বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
 
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮৫ হাজার ৮৩৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৮৪হাজার ৯৬৫ জনের। এর মধ্যে ১৪ হাজার ৬৬২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি:  ১০৫  এদের মধ্যে নতুন সনাক্ত: ৭।