ঝিনাইদহে ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩২, মৃত্যু ৩

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি জুলাই ২, ২০২১, ০৩:১৫ পিএম
ফাইল ফটো
ঝিনাইদহঃ প্রতিদিন বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। একসময়ে দেশের একমাত্র গ্রীন জোন ঘোষিত জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও তিনজনের মৃত্যু হয়েছে।
 
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম আগামী নিউজকে জানান, শুক্রবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করে ২৯৪ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ১৩২ জনের করোনা পজেটিভ এসেছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৬২, শৈলকুপায় ২৩, হরিণাকুণ্ডুতে ৬, কালীগঞ্জে ৫, কোটচাঁদপুরে ২৬ ও মহেশপুরে ১০ জন আক্রান্ত হয়েছেন।
 
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৫’শ ৭৪ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৭ জনের, সুস্থ হয়েছেন ৩ হাজার ৪১ জন। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ১২০ জন রোগি।
 
এদিকে করোনা সংক্রমন রোধে চলছে কঠোর লকডাউন। কার্যকরে মাঠে রয়েছে পুলিশ ও প্রশাসন। সকাল থেকে বন্ধ রয়েছে দোকান পাট, ব্যবসায় প্রতিষ্ঠান। জেলা শহরসহ জেলার ৬ উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।