বরিশালে করোনায় আরও ১২ জনের প্রাণহানি, আক্রান্ত ২৮৬

জহির খান, বরিশাল প্রতিনিধি জুলাই ১, ২০২১, ১১:০৯ পিএম
ছবিঃ আগামী নিউজ

বরিশাল: প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন রোগী মৃত্যুবরণ করেছেন।

তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আর টি পিসি আর ল্যাবে পাঠোনো হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে বরিশাল জেলায় একজন, পটুয়াখালীত জেলায় একজন ও পিরোজপুর জেলায়  চারজনসহ বিভাগে আরও ছয়জনের মারা গেছেন। এনিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৩১১ জনে দাঁড়িয়েছে।

তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে আরও ২৮৬ জন মরণঘাতি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২০৮। যা নিয়ে নিয়ে বিভাগে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮৬ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮৬ জনের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায় ৮৫ জন। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৭৮ জনে। এরপর পিরোজপুরে নতুন ৮০ জন সহ মোট ২ হাজার ২৭৫ জন, ঝালকাঠিতে নতুন ৬৪ জন সহ মোট ১ হাজার ৭৪৬ জন, বরগুনায় নতুন ২৯ জন সহ মোট ১ হাজার ৪৪২ জন, পটুয়াখালীতে নতুন ২০ জন সহ ২ হাজার ৪৮৫ জন এবং ভোলায় নতুন ৮ জন সহ মোট ২ হাজার ৬০ জন। এর মধ্যে বিভাগে এ পর্যন্ত মোট ১৫ হাজার ৫৫ জন রোগী সুস্থ হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত ১০ দিনের বেশি সময় ধরে প্রতিদিনই এই বিভাগে সংক্রমণ পরিস্থিতি অবনতি হচ্ছে। সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে বিভাগে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। এখন লক্ষণ দেখা দিলেই নমুনা পরীক্ষা করতে আহ্বান জানানো হচ্ছে। বিভাগের পিরোজপুর জেলায় ডেলটা ধরণ শনাক্ত হওয়ার পর থেকেই সংক্রমণ বাড়ার আশঙ্কা ছিল। এনিয়ে আমাদের উদ্বেগের কথা সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে। তবে মরণঘাতি এই সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী ভর্তি এবং মৃত্যুর হার বেড়েছে জানিয়ে হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৬ জন এবং করোনা ওয়ার্ডে একজন রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২০৭ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৩৩ জনের মৃত্যুবরণ করেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫ জন ও করোনা আইসোলেশন ওয়ার্ডে ৩৭ জনসহ মোট ৪২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ জন ও আইসোলেশন ওয়ার্ডে ১২৪ জন সহ মোট ১৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, দেশে করোনা মহামারির শুরুতে ২০২০ সালের ৯ মার্চ নারায়ণগঞ্জ ফেরত পটুয়াখালীর দশমিনা উপজেলার এক শ্রমিক বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম আক্রান্ত হিসেবে শনাক্ত হন।