নোয়াখালীঃ সুবর্ণচরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি) মো আরিফুর রহমান অভিযান পরিচালনা করেছেন । এসময় বালু উত্তোলনকারীদের থেকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর জুবিলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আব্দুল খালেক মেস্ত্রী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালু উত্তোলন করছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী বালু উত্তোলন করায় ১ টি মামলায় বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হজার টাকা জরিমানা করা হয়। এবং বালু উত্তোলনের মেশিন ও যন্ত্রপাতি স্থানীয় ইউপি মেম্বার রাশেদ নিজামের জিম্মায় দেওয়া হয়। এবং মেশিনের মালিক রুহুল আমিন কে সতর্ক করে দেয়া হয়। আর বালু উত্তোলন করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।
তিনি আরো বলেন, লকডাউন বাস্তবায়নে সকলকে স্বাস্থ্য বিধি প্রতিপালন করার জন্য অনুরোধ করা হলো। আদালত পরিচালনা কালে সহযোগিতা করেন চরজব্বর থানা পুলিশের পরিদর্শক ইমরান সাজ্জাদ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ।