লকডাউনে বাড়ছে ক্রেতা সংকট, কমেছে আমের দাম

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা প্রতিনিধি : জুন ৩০, ২০২১, ১১:৪৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

বরগুনাঃ  বিভিন্ন এলাকায় ফলের দোকানে বিক্রি হচ্ছে পাকা আম। ফুটপাতে, ঝুড়িতে, ভ্যানে করেও বিক্রি হচ্ছে ভূরি ভূরি পাকা আম। ক্রেতারা আম কিনছেন। অনেক ক্রেতা বলছেন আম সুস্বাদু নয়। ভেতরে নরম হলেও নেই পাকা আমের স্বাদ। অনেক বিক্রেতার দাবি, এগুলো রাজশাহীর আম। তবে আম গবেষকেরা বলছেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর সুস্বাদু আমের জন্য অপেক্ষা করতে হবে।

বরগুনা পৌর শহর আবাসিক এলাকার পিটিআই রোডে ঝুড়িভর্তি পাকা আম বিক্রি করছিল কিশোর  শরিফুল ইসলাম। কী জাতের আম ও দাম কত জানতে চাইলে বলল, এটা গোবিন্দভোগ। কেজি প্রতি দাম ৪০ টাকা।

মো.সাকিব নামের এক ক্রেতা  বললেন, এখন যে আম পাওয়া যাচ্ছে, তাতে একদম টেস্ট নেই। তিনি জানান, তিন দিন আগে ৮০ টাকা কেজি দরে আম কিনেছিলেন। কাটার পর দেখেন ভেতরে নরম, খাওয়াই যায় না।

বিক্রেতা শরিফুল জানাল, কয়েক দিন ধরে সে পৌর বাজার থেকে কিনে এনে পাকা আম বিক্রি করছে। প্রতিদিন প্রায় ৩০ কেজি করে পাকা আম বিক্রি হচ্ছে তার।

মো. জসিম নামের আরেক আম বিক্রেতা তাঁর আমগুলোকে রাজশাহীর বলে দাবি করলেন। দাম চাইলেন আরও বেশি, প্রতি কেজি ৬০ টাকা। ‘আম তো পাকেইনি, রাজশাহীর আম পেলেন কোথায়?’ বলতেই জসিম বলেন, ‘আরও ২০ দিন আগে থাইকা পাকা আম আসা শুরু করছে।’

তাহলে এসব আম কোথা থেকে আসছে? এ সময়ে বাজারে যেসব আম আসে, তা রাজশাহী  থেকে আসা আম। এই সময়ে দেশি জাতের আম তেমন নেই বাজারে। এই আমগুলোর দামও বেশি, খেতেও সুস্বাদু নয়।

কৃষি অফিসার জানালেন, বাজারে আম আসা শুরু করবে। সাতক্ষীরায় আগেভাগে আম এলেও সেগুলো এখনো বাজারে দেখা যাচ্ছে না বললেই চলে। তবে অনেকে সাতক্ষীরা থেকে সরাসরি নিয়ে আসছেন।