ধরলা নদীর ভাঙ্গন প্রতিরোধ ও তীর রক্ষা বাঁধের দাবীতে মানববন্ধন

জাহাঙ্গীর আলম,কুড়িগ্রাম প্রতিনিধি জুন ৩০, ২০২১, ০৮:৫০ পিএম
ছবিঃ আগামী নিউজ

কুড়িগ্রামঃ জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধরলা নদীর ভাঙনের হাত থেকে রক্ষা করতে ভাঙ্গন প্রতিরোধ, নদী খনন ও তীররক্ষা  বাঁধের নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার ৩০জুন বিকেলে উপজেলার তালুক মেখলী গ্রামের ধরলা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ মানববন্ধন কর্মসূচিতে ভাঙ্গন কবলিত তালুক মেখলী, চর মেখলী, বড়বাসুরিয়া, বুদারু  গ্রামের প্রায় ৫' শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বড়বাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আশরাফুল হক মিঠু, স্থানীয় আবুল কাশেম , বদিয়ার রহমান , আব্দুল মতিন ,শওকত আলী ,  সাহের উদ্দিন , মমিন মিয়া প্রমূখ। 

বক্তারা বলেন, ধরলা নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে ফসলী জমি সহ সহস্রাধিক ঘরবাড়ি। প্রতিবছর নদীর পানি বৃদ্ধির হলে ভাঙ্গনের শিকার হন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চরমেখলী, বড়বাসুরিয়া, বদারু সহ বেশ কয়েকটি গ্রাম। ইতিমধ্যে নদীগর্ভে গেছে উচ্চ বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ, ঈদগাহ সহ সহস্রাধিক বসতভিটা। এতে সহায়সম্বলহীন হয়ে পড়েছেন অনেকেই। বাস্তহারা হয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে কয়েক শত পরিবারকে। দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা না হলে কিছুদিনের মধ্যেই সব কয়টি গ্রাম বিলীন হয়ে যাবে। তাই দ্রুত রক্ষা বঁাধ নির্মাণের জোর দাবি জানান তারা।