সিরাজগঞ্জে করোনা শনাক্ত ৬৭ জনের

রানা আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জুন ২৮, ২০২১, ০১:৪২ পিএম
ফাইল ফটো
সিরাজগঞ্জঃ গত ২৪ঘন্টায় ১৬২জনের নমুনা পরীক্ষা করে আরও ৬৭জনের শরীরে কোভিড-১৯ (করোনা ভাইরাসের) সংক্রমণ সনাক্ত হয়েছে। এর মধ্যে নতুন নমুনা সংগ্রহ হয়েছিল ১০৬জনের। নতুন সনাক্তের মধ্যে হোম আইসোলেশনে আছে ৬১ জন, ও আইসোলেশনে ভর্তি আছেন ৬জন। আক্রান্তের হার ৪১.৩৬%।
 
এই ৬৭জন সহ জেলায় সর্বমোট কোভিড-১৯ (করোনা ভাইরাসে) সনাক্তের সংখ্যা ৪হাজার ৩৬৫জনে দাঁড়িয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সৌমিত্র বসাক।
 
নতুন সনাক্ত ৬৭জনের মধ্যে সিরাজগঞ্জ সদরে ২৭জন, রায়গঞ্জে ১২জন, কামারখন্দে ১০জন, শাহজাদপুরে ৭জন, উল্লাপাড়ায় ৬জন, বেলকুচিতে  ২জন, কাজিপুরে ১জন, তারাশে ১জন ও চৌহালী উপজেলায় ১জন।
 
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির জানান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১৬২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৬৭জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
 
এপর্যন্ত জেলায় সর্বমোট সনাক্ত ৪হাজার ৩৬৫৫জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের।