ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৪৩, মৃত্যু ৪

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি জুন ২৮, ২০২১, ১২:৩০ পিএম
ফাইল ছবি

ঝিনাইদহঃ জেলায় করোনার সংক্রমনের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় ২০৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা পজেটিভ এসেছে। শনাক্তের হার ৬৮ দশমিক ৭৫ ভাগ। এটাই জেলায় সর্বোচ্চ সনাক্তের হার। এছাড়া ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। 

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম আগামী নিউজকে জানান, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করা ২০৮ জনের নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ১৪৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৬০, শৈলকুপায়-২৬, হরিণাকুন্ডুতে-৭, কালীগঞ্জে ২৯, কোটচাঁদপুরে-১২ ও মহেশপুরে ৯ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ১ জন, শৈলকুপায় ২ জন ও মহেশপুর ১ জন মারা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৮৮ জন, মোট আক্রান্ত ৪১৩৭, সুস্থ ২৯৬৬ জন।