বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৪৬২

রংপুর বিভাগে করোনা শনাক্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক জুন ২৪, ২০২১, ০৫:১৪ পিএম
ফাইল ছবি

রংপুরঃ রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

একই সময় বিভাগের আট জেলায় করোনা আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে। একই সময়ে সুস্থ হয়েছেন ১০০ জন।

এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৪৬২ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৭ জন। শনাক্তের হার ৩৭ দশমিক ৮৫ শতাংশ। বিভাগে ১ লাখ ৪৭ হাজার ৯৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এসব তথ্য আগামী নিউজকে নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুন) বিভাগের আট জেলার ২ হাজার ২২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হওয়া ৮৪৩ জনের মধ্যে দিনাজপুর জেলার ৪৮৩ জন, ঠাকুরগাঁওয়ে ১৮৮,  কুড়িগ্রামের ২৪, গাইবান্ধার ১৯, রংপুরের ৫৩, নীলফামারীর ৩৮, পঞ্চগড়ের ৩৩, লালমনিরহাটের ৫ জন রয়েছেন।

বিভাগে করোনাভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত দিনাজপুর জেলায় ৭ হাজার ৮০০ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৭২ জনে রয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ৪৯৪ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১০৮ জনের। ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৭২০ জন আক্রান্ত ও ৬৫ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৯২৪ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও নীলফামারী জেলায় ১ হাজার ৭৩৫ জন আক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৫৩৪ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৩১৬ জন আক্রান্ত ও ২০ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৯৩৯ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু হয়েছে।

রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এই ভাইরাস থেকে বাঁচতে অবশ্যই সরকারের স্বাস্থ্য নির্দেশনা মানতে হবে এবং এবিষয়ে সকলে সকলের যার জায়গা থেকে অন্যকে সচেতন করতে হবে। বিশেষ করে সকলকে মাস্ক পরিধান নিশ্চিত করা জরুরি।