ফুলবাড়ীতে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ আলেম সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জুন ২৩, ২০২১, ০৪:২৫ পিএম
ছবিঃ আগামী নিউজ

কুড়িগ্রামঃ জেলার ফুলবাড়ীতে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ওরিয়েন্টেশন,উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন এবং সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলেম সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস এর সভাপতিত্বে বুধবার ২৩ জুন সকাল ১১টায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী থানার পরিদর্শক(তদন্ত) সারোয়ার পারভেজ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি হাফেজ মোহাম্মদ আলী সরকার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফিল্ড সুপারভাইজার মতিউর রহমান। সভায় ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের বিস্তারিত আলোচনা আলোচনা করেন ফুলবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃ খলিলুর রহমান ও সাধারণ কেয়ারটেকার মনিরুজ্জামান।

সভায় করোনা প্রতিরোধে  ইমামদের মাঝে মসজিদে মাক্স ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, প্রতিদিন মাইকে ঘোষনা করা, সন্ত্রাস ও জঙ্গিবাদের উপর বিস্তারিত আলোচনা করা হয়।