গোপালগঞ্জঃ করোনা সংক্রমণরোধে গোপালগঞ্জে আজ মঙ্গলবার (২২জুন) সকাল ৬ টা থেকে ৯ দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে।
আজ সকাল থেকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান নিয়ে লকডাউন কার্যকর করছেন। তারা শহরের চলাচলকারী ব্যাটারী চালিত ইজি বাইক ও অটো রিক্সা ফিরিয়ে দিচ্ছেন।
তারপরও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে শহরের কিছু সংখ্যক ইজি বাইক ও অটো রিক্সা চলাচল করছে। শহরের প্রধান কাঁচা-বাজার খোলা থাকলেও তুলনামূলকভাবে ক্রেতা কম। সকাল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরের চলাচলকারী সাধারন মানুষকে মাস্ক ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে। তবে, অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। লকডাউন কার্যকর করতে জেলা ও উপজেলা প্রশাসন থেকে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়েছে। এ লকডাউন চলবে আগামী ৩০ জুন মধ্য রাত পযর্ন্ত।
গোপালগঞ্জের সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত ২১ দিনে জেলায় ২ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫’শ ২৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৪৪ জনের মৃত্যু হয়েছে।