সোমবার দিনব্যাপী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিএআরআই), ঠাকুরগাঁঁও এর আয়োজনে ঠাকুরগাঁও বিএআরআই প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
কৃষি গবেষণা ফাউন্ডেশন, বিএআরসি, ফার্মগেট, ঢাকা-এর অর্থায়নে ঠাকুরগাঁও কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম খোরশেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিএআরআই, গাজীপুরের উদ্ভিদ রোগতত্ব শাখার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাফরুহা আফরো।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বেগুন ও টমেটোর ক্যান্সারতুল্য ঢলে পড়া রোগের লক্ষণ সনাক্তকরণ ও তার কার্যকর দমন ব্যবস্থাপনা বিষয়ে করণীয় সম্পর্কে উপস্থিত কৃষকদের অবহিত করেন যা প্রশিক্ষণটি জেলায় কৃষকদের নিরাপদ ও লাভজনক বেগুন ও টমাটো চাষে সাফল্য বয়ে আনবে এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা।