রাজবাড়ীঃ উদ্বেগজনকভাবে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় রাজবাড়ীর সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।
রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটোন, সদর উপজেলা চেয়ারম্যান ডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, পাংশার মেয়র ওয়াজেদ আলী, গোয়ালন্দের মেয়র মোঃ নজরুল মন্ডল প্রমূখ।
জানা গেছে, গত ১৪ দিনে রাজবাড়ী সদরে ৩৬ শতাংশ, পাংশায় ৪০ শতাংশ, কালুখালীতে ৫৩ শতাংশ, বালিয়াকান্দিতে ৭ শতাংশ ও গোয়ালন্দে ৮৬ শতাংশ সংক্রমিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন জেলা করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটি। ফলে আগামী সোমবার ২১ জুন রাত ১২টা ১মিনিট থেকে রাজবাড়ী সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় এ সিদ্ধান্ত কার্যক্রর হবে।