সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি
জুন ২০, ২০২১, ০৫:৩৬ পিএম
ছবিঃ আগামী নিউজ
ফরিদপুরঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫৩,৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান আশ্রয়ণ ২ প্রকল্প আওতায় ফরিদপুরের জন্য বরাদ্ধকৃত ১৫৭২টি গৃহ প্রদানের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সারাদেশে এ অনুষ্ঠান উদ্বোধন করেন।
ভার্চুয়াল অনুষ্ঠানে ফরিদপুরে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা), এলজিইডি নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আবুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সদর সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আল-আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমান বুলু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল বাসার, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল ফয়েজ শাহনেওয়াজ, ঈশানগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরুন্নাহার বেগমসহ উপকারভোগীরা।
আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা।