ঈশ্বরগঞ্জে সরকারি ঘর পাচ্ছেন ৮০ টি গৃহহীন পরিবার

মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি জুন ১৯, ২০২১, ০৬:১৭ পিএম
ছবিঃ আগামী নিউজ
ময়মনসিংহঃ মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘর পাচ্ছেন ৮০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। 
 
(১৯ জুন) শনিবার দুপুরে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রেসব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়। 
 
এতে জানানো হয়, আশ্রয়ন প্রকল্পের আওতায় 'ক' শ্রেণির উপকারভোগীদের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৮০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আগামীকাল (২০ জুন ) রবিবার সরকরারিভাবে ঘরগুলো প্রদান করা হবে।
 
ঘরগুলোর মধ্যে  উপজেলার সদর ইউনিয়নে ১০ টি, সরিষায় ১৪ টি, আঠারবাড়িতে  ১০ টি, মাইজবাগে ৯ টি, মগটুলায় ৪ টি, রাজিবপুরে ৩৪ টি, উচাখিলায় ৪ টি, তারুন্দিয়ায় ৫ টি, মোট ৮০ টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে। 
 
প্রেস ব্রিফিং কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইফতেখার সুমন প্রমুখ।
 
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. জাকির হোসেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে উপজেলার ৯০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বরাদ্দ পাওয়া যায়, ইতোমধ্যে ৮০ টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল ঘরগুলো গৃহহীনদের  মাঝে প্রদান করা হবে।