ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু 

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি জুন ১৮, ২০২১, ০৭:২৫ পিএম
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু 
ছবি: আগামী নিউজ

ঝিনাইদহঃ জেলার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রমজান আলী (৪৮) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (১৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মধুহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রমজান আলী ওই গ্রামের জবেদ আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রমজান আলী মাঠ থেকে ঘাস কেটে মাথায় নিয়ে বাড়ি ফিরছিল। পথে বাড়ির পাশে পৌঁছালে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান আগামী নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।