মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ

লক্ষ্মীপুরে লোকগান ও নাটিকা প্রদর্শনী জুন ১৬, ২০২১, ০৭:২১ পিএম
ছবিঃ আগামী নিউজ

লক্ষ্মীপুরঃ চলমান করোনা মহামারী প্রতিরোধে মাস্ক পরা, সাবান দিয়ে কিছুক্ষণ পর পর হাত পরিষ্কার করা, ভিড় এড়িয়ে চলা, তিন ফুট সামাজিক দৃরত্ব বজায় রাখা এবং করোনা সনাক্ত রোগীদের কোয়ারোন্টাইন সহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় জনসেচতনতামূলক নানান কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই অংশ হিসেবে লক্ষ্মীপুরে মানতে হবে স্বাস্থ্য বিধির উপদেশ তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য সঙ্গে নিয়ে দেশের ৬৪ জেলা ১২৮ টি উপজেলার সাধারণ মানুষকে সচেতন করার জন্য গাড়ি নিয়ে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে এরই অংশ হিসেবে ১৬ জুন (বুধবার) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে ফিতা কেটে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা: নার্গিস পারভীন, মেডিকেল টেকনোলজি (ইপিআই) কাজল কৃজ্ঞ অধিকারী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) প্রদীপ কুমার চক্রবর্তী, নাছির উদ্দিন আহমেদ, মো: শুভ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন বলেন,সদর উপজেলার সাধারণ মানুষকে করোনা নিয়ন্ত্রণে সচেতন করার জন্য গাড়ি নিয়ে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম লক্ষ্মীপুর পৌরসভাসহ দালাল বাজার, উত্তর তেমুহনী, হাজিরপাড়া ও চন্দ্রগঞ্জ বাজারে প্রদর্শনীর আয়োজন করা হয়।

তিনি আরও বলেন কোভিড-১৯ ভাইরাসের কারণে বিশ্বজুড়ে করোনা মহামারী যে ভয়াবহ রুপ ধারণ করেছে তা প্রতিরোধে আমাদের সচেতন থাকা এবং ভ্যাকসিন গ্রহন করা এখন সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্বাস্থ্য বিধি মানবো এবং সকলকে মানতে সচেতন করবো তবেই বাংলাদেশ সহ পুরোবিশ্ব করোনা মহামারীর ভয়াবহ প্রকোপ থেকে সুরক্ষিত থাকবে।