জয়পুরহাটে হুমকির মুখে শিমুলতলী সেতু

রাজু আহম্মদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি জুন ১৫, ২০২১, ০৪:১২ পিএম
ছবিঃ আগামী নিউজ

জয়পুরহাটঃ জেলার পাঁচবিবি উপজেলায় অপরিকল্পিতভাবে নদী খনন ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে শিমুলতলী সেতু হুমকির মুখে পড়েছে। যেকোন সময় সেতুটি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকদিনের প্রবল বর্ষনে পাঁচবিবির ছোট যমুনা নদীতে পানির ঢল নামায় খননকৃত নদীর শিমুলতলী সেতুর পশ্চিম পার্শ্বে ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গনের ফলে সেতু  সহ সংযোগ সড়ক হুমকির মুখে পড়েছে। ভাঙ্গনে নদী তীরবর্তী বিদ্যুৎের পোল নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে নদীর সংলগ্ন পশ্চিমপাড়ে গ্রামগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বেশ কয়েকদিন।

এ অবস্থায় এলাকার লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিলে সেতু রক্ষার দাবীতে এলাকার মানুষ করেছে বিক্ষোভ। খবর পেয়ে জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজনকে শান্ত থাকতে বলেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দা শ্রমিক নেতা বাবুল করিম অভিযোগ করে বলেন, অপরিকল্পিতভাবে নদী খনন ও অবৈধভাবে চালু উত্তোলন করে সেতুটি মারাত্মক হুমকি মুখে পড়েছে। যেকোন সময় সেতুটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অঞ্চলের একমাত্র পাড়াপাড়ের সেতুটি ক্ষতিগ্রস্থ হলে নদীপাড়ের কয়েক লাখ মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে।

তিনি আরও জানান, বালু উত্তোলন বন্ধে বেশ কয়েকবার স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেও কোন ব্যবস্থা নেননি প্রশাসন।