বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছায় রক্তদান

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জুন ১৪, ২০২১, ০৯:০৪ পিএম
ছবি: আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় থ্যালাসেমিয়া রোগীদের স্বেচ্ছায় রক্তদান করা হয়েছে।।

সোমবার (১৪ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়।।

সকালে থ্যালাসেমিয়া রোগীদের স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. ফখরুল আলম আশেক।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মাজহারুল ইসলাম সোহেল।

বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সক্রিয় সদস্য রিফাত (এ+) পজিটিভ ও মুহিবুল আদনান (ও+) পজিটিভ এবং ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংকে সক্রিয় সদস্য ইয়ামিন (ও+) পজিটিভ ও সৌরভ (বি+) পজিটিভ এ চার সদস্য চারজন থ্যালাসেমিয়া রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেন।

বিভিন্ন সময় বিভিন্ন মুমূর্ষু রোগীদেরকে স্বেচ্ছায় রক্তদানের অবদানে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর ও ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংকের রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় রক্ত পরিসঞ্চালনা বিভাগের ইনচার্জ ও মেডিক্যাল টেকনোলজিস্ট কৃষ্ণ দাস, মেডিক্যাল টেকনোলজিস্ট সোয়েব আহমেদ এবং মো. রতন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সভাপতি রাকিবুল ইসলাম, আব্দুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংকের এডমিন আদনান আরমান ও মো. নাঈম উপস্থিত ছিলেন।