হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটে হাট বাজারে, ব্যবসা প্রতিষ্ঠানে, যান চলাচলের রাস্তায় হাতি দিয়ে চাঁদাবাজি করছে প্রতারক চক্র। হাতিগুলি বন্য হাতি, প্রতারকরা বিভিন্ন কৌশল ব্যবহার করে বন থেকে হাতি শিকার করে প্রতারকদের দাসত্ব বানিয়ে হাতি ব্যবহার করে প্রতারণা করছেন।
তাদের দাসত্ব জীবন শিকলে বাঁধা, সঠিক খাদ্যের অভাব। হাতিগুলি দেখলে খুব কষ্ট লাগে, শিকলে বাঁধা জীবনটা তারা বিভিন্ন দুঃখ কষ্ট ভিতরে পুষে তারা জীবনটাকে গুছিয়ে নিয়েছে। ভোর থেকে রাত ৭/৮টা পর্যন্ত রাস্তায় রাস্তায় হেঁটে অক্লান্ত পরিশ্রম করে, চোখের পানি ঝরঝর করে পরছে মাটিতে, তবুও দাসত্ব জীবনে কঠোর পরিশ্রম করে যাচ্ছে হাতিগুলি।
কবে তারা মুক্তি পাবে এই দাসত্ব জীবন থেকে! পেলেও কি তাদের পরিপূর্ণ জীবনে তারা ফিরতে পারবেন! প্রতারকরা প্রতিনিয়তই উপজেলার বিভিন্ন হাট বাজারে, ব্যবসা প্রতিষ্ঠানে, গ্রামগঞ্জে, রাস্তায় দাঁড়িয়ে যানজট সৃষ্টি করে চাঁদা আদায় করছে। এ যেন দেখার কেউ নেই!
সাধারণ মানুষ বলছেন, প্রতারকদের হাত থেকে হাতিগুলি উদ্ধার করে, দাসত্ব জীবন থেকে মুক্তি দিয়ে, তার পরিপূর্ণ জীবনে ফিরিয়ে আনার আকুল চেষ্টা করতে হবে। তাহলে হাতিগুলি তার দাসত্ব জীবন থেকে মুক্তি পেতে পারে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশকে এ বিষয়টি জানানো হলে তিনি বলেন, খোঁজখবর নিয়ে প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।