নারায়ণগঞ্জে দ্রুত হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন

রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জুন ১২, ২০২১, ০৯:২৫ পিএম
ছবি: আগামী নিউজ

নারায়ণগঞ্জঃ এবার কুমুদিনী র‌্যালি বাগানের অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদের দাবিতে নগরীতে পাল্টা মানববন্ধন হয়েছে। সেখান থেকে শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইলকে নারায়ণগঞ্জ ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে শনিবার (১২ জুন) বিকালে নগরীর খানপুর হাসপাতালের সামনে ওই মানববন্ধন হয়। তাতে জেলার বিভিন্ন শ্রেনী-পেশার নারী-পুরুষ উপস্থিত হন।

কর্মসূচিতে অংশ নিয়ে একাত্নতা প্রকাশ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন, নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতি, বাংলাদেশ নিটিং ডাইং এসোসিয়েশন, বাংলাদেশ পাট আড়ৎদার সমিতি, বাংলাদেশ টেক্সটাইল ডাইস কেমিক্যাল মার্চেন্টস এসোসিয়েশন এর ব্যবসায়ীবৃন্দ।

গত ১৪ ফেব্রুয়ারি কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যানসার রিসার্চ (কিমস কেয়ার) ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমুদিনী র‌্যালি বাগান নামে শ্রমিকদের বাসস্থানের ওই জায়গাতে নির্মিত হবে ৩ লাখ ৪৬ হাজার ২৪২ বর্গফুট আয়তনের সেই হাসপাতালটি। থাকবে ৩০০ শয্যার সাধারণ হাসপাতাল, ৫০ শয্যার ক্যানসার রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থা, এমবিবিএস ও বিডিএস কোর্সের জন্য মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্র, ল্যাবরেটরি, লাইব্রেরি ও হোস্টেল। 

এর থেকে কুমুদিনী ওয়েলফেয়াল ট্রাস্টের অধীন বেঙ্গল বিডি লিমিটেডের পাট কোম্পানির শ্রমিকদের ব্যানারে পুনর্বাসনের দাবি তুলে ২৯ মে কাফনের কাপড় পরে প্রতিবাদ মিছিল করে। তাতে কুমুদিনী র‌্যালী বাগানে বসবাসরতদের একটি অংশ দাবী করেন, তারা কুমুদিনীর শ্রমিক। 

ওই ঘটনার পর ৮ জুন দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক নেতা, র‌্যালি বাগানের বাসিন্দা, পুলিশ সুপার, জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। যেখানে আগামী ৩০ জুনের মধ্যে শ্রম আইন অনুযায়ী, সকল বৈধ শ্রমিকের পাওনা পরিশোধ করে তাদের (বসবাসরতদের) উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ওই সভার সিদ্ধান্তে শ্রমিকনেতারা অসন্তোষ প্রকাশ করে পরবর্তিতে বিভিন্ন গণমাধ্যমে মতামত দেন। 

এদিকে, প্রায় ১কোটির জনবসতির এই নারায়ণগঞ্জে একটি ক্যান্সার হাসপাতালের উদ্যোগকে সর্বসাধারলেনর প্রাণের দাবিতে পরিণত হয়ে উঠে। একটি মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যানসার রিসার্চ সেন্টার বা কলেজ হলে পাল্টে যাবে জেলার স্বাস্থ্য চিত্র, এমন প্রত্যাশায় হাসপাতালের পক্ষে মাঠে নেমেছে সর্বস্তরের শ্রেনী-পেশার মানুষ। তাদের দাবি, কোন ষড়যন্ত্রে যেন বন্ধ না হয় এমন ভালো উদ্যোগ। অবৈধ দখলদার মুক্ত করে দ্রুত হাসপাতাল নির্মানের দাবিতে আজকের মানবন্ধনে বক্তারা এমনটাই জানান। 

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী, বাংলাদেশ ইয়ান মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সভাপতি লিটন সাহা, বিকেএমইএ’র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল। 

মানববন্ধনে চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল বলেন, যারা শ্রমিক, তাদেরকে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করেই জায়গা খালি করানো হবে। কিন্তু যে সকল অবৈধ দখলদার কথিত শ্রমিক নেতাদের উস্কানীতে রাস্তায় নেমেছে, তাদের অচিরেই উচ্ছেদ করে কুমুদিনী হাসপাতাল বাস্তবায়ন করার অনুরোধ জানাচ্ছি। এই হাসপাতালটি নারায়ণগঞ্জবাসীর খুবই প্রয়োজন। নারায়ণগঞ্জবাসীর স্বার্থ অক্ষুন রাখতে আজকে রাস্তায় নেমেছি। প্রয়োজনে আগামীতে কঠোর আন্দোলনে নামবো। তবুও কোন চক্রান্তকারীর চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।

মানববন্ধনে উপস্থিতদের মধ্যে উল্লেখ্য যোগ্যরা হলেন- বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, চেম্বার অব কমার্সের পরিচালক ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, চেম্বার অব কমার্সের পরিচালক এহসানুল হক নিপু, চেম্বার অব কমার্সের পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রাধান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফি প্রধান, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল আহম্মেদ প্রমুখ।