গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জে নিখোঁজের ২৪ ঘন্টা পর করতোয়া নদী থেকে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ জুন) উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া ব্রীজের অদূরে করতোয়া নদী থেকে ভাসমান এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাদ্রাসা শিক্ষক খাজা মিয়া (৫১) উপজেলা কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং গোবিন্দগঞ্জ পৌর শহরের খলসী দালিখ মাদ্রাসার সহকারী শিক্ষক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে প্রাত:ভ্রমনে বেড়িয়ে নিখোঁজ হন মাদ্রাসা শিক্ষক খাজা মিয়া। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। আজ সকালে পলুপাড়া ব্রীজের নিকট করতোয়া নদীতে তাঁর মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসীরা। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। প্রাত:ভ্রমনে গিয়ে কিভাবে তিনি নদীতে পড়ে গেলেন নাকি পূর্ব শত্রুতার কারণে কেউ তাঁকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতদেহের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।