রংপুরঃ জেলার পীরগাছায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ কর্মসূচি-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন।
এসময় বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হাবিবুর রহমান, বিভাগীয় পরিদর্শন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম মাহবুবুল আলম বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পরিতোষ রায়, গঙ্গচড়ার রেজাউল করিম, জেলা সদরের মাহমুদুল হাসান প্রমুখ।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। তাদের পাটচাষ, পাটের ব্যবহার, পাটের তৈরি বিভিন্ন পণ্য ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করে বক্তব্য দেন বক্তারা।
তারা বলেন, পাট এখন ২৮০টি দেশে রপ্তানি হচ্ছে। পাট পাতা দিয়ে চা তৈরিসহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে আমাদের পাটচাষ, পাটের তৈরি বিভিন্ন পণ্য ব্যবহার নিশ্চিত করতে হবে।
পরে পাট অধিদপ্তরে পক্ষ থেকে ১০০ কৃষককে পাটের তৈরি একটি করে ব্যাগ প্রদান করেন।