চাঁপাইনবাবগঞ্জের করোনা রোগীরা পাবে ফ্রি অক্সিজেন

জহুরুল ইসলাম জহির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি জুন ১০, ২০২১, ০২:৪৬ পিএম
ছবিঃ আগামী নিউজ
চাঁপাইনবাবগঞ্জঃ করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে।
 
আজ বৃহস্পতিবার দুপুরে মাক্স হাসপাতালের সমানে স্বেচ্ছাসেবি সংগঠন সেবা গ্রুপের আয়োজন এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী। এ কার্যক্রমে ১২ জন সেচ্ছাসেবক কাজ করবেন। এর তত্ত্বাবধানে থাকবেন ডা. গোলাম রাব্বানী।

ডা. গোলাম রাব্বানী জানান, চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগী দিন দিন বাড়ছেই। সে সাথে রোগীদের অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। জেলা কোভিড হাসপাতালে বেডের চেয়ে রোগী বেশি হওয়ায় অনেকে ভর্তি হতে না পেরে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

আর অক্সিজেন সংকট দেখা দিচ্ছে। অক্সিজেনের সংকটের কথা ভেবেই এই উদ্যোগ নেয়া হয়েছে। ১২ সদস্যের একটি দল ২৪ ঘন্টা এ সেবা প্রদান করবেন। হটলাইনের নম্বরে ফোন দিলেই সাথে সাথে অক্সিজেন নিয়ে হাজির হবে দলের সদস্যরা (হট লাইন নম্বর-জুয়েল-০১৭২৩৯৬৮১৪৩, সুবর্ণ-০১৭৪৬৩৩৭৫০১, সাব্বির-০১৭৬৪০০৫৩৬০)। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পৌর এলাকায় অক্সিজেন সরবরাহ করা হবে।

তিনি আরো জানান, করোনা রোগীদের জন্য করোনাকালীন সময়ে জেলা ও জেলার বাইরে বা প্রবাসী বিত্তবানদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান করেন।

এসময় উপস্থিত ছিলেন, ডা. আব্দুল আওয়াল, পৌসভার ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহদুল ইসলামসহ অন্যান্যরা।