দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি
জুন ৯, ২০২১, ১১:৩৪ এএম
ফাইল ফটো
দিনাজপুরঃ করোনা সংক্রমণ ভয়াবহ পরিস্থিতি গত ২৪ ঘন্টায় মোট নতুন শনাক্তের ৩৩ জনের মধ্যে ২৩ জনই সদর উপজেলার।
আজ ৯ জুন বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনু্যায়ী ,ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) সীমান্তবর্তী জেলা দিনাজপুরে সংক্রমণে শনাক্তের হার আশংকা জনক। শনাক্তের হার ২১.০১% জেলায় করোনা সংক্রমণ বেড়ে এখন ভয়াবহ পরিস্থিতিতে এগুচ্ছে ।
গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ ১৭ জন। জেলায় মোট শনাক্ত ৬ হাজার ১০১ জন এর মধ্যে সদর উপজেলায় শনাক্ত ৩ হাজার ৪৫৯ জন। বর্তমানে রোগীর সংখ্যা ৩৮১জন। হাসপাতালে ভর্তি রোগী ৬১ জন।
উল্লেখ্য, জেলায় চলমান সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ প্রতিরোধে জেলাকে কঠোর বিধিনিষেধের আওতায় নিয়ে আসতে প্রশাসনের তৎপরতা চলছে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরিস্থিতির উন্নতি না হলে লকডাউনের মত সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে।