ঢাকাঃ সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়কে ট্রাকের চাপায় আব্দুল কাদের জিলানী (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (০৭ জুন) দিবাগত রাত পোনে ১২ টার দিকে আশুলিয়া থানা এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহত আব্দুল কাদের জিলানী আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে৷ তিনি পেশায় একজন ব্যবসায়ী৷
পুলিশ জানায়, আব্দুল কাদের জিলানী রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে নবীনগরের দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০৭৯৩) তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা ঘটনা স্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় দ্রূত উদ্ধার করে হাবিব ক্লিনিক নামে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে জিলানীর অবস্থা বেগতিক দেখে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার সার্জেন্ট সজিব বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া এঘটনার সাথে জড়িত ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।