ঢাকাঃ সাভারের আশুলিয়ায় দুটি পুকুরে বিষ প্রয়োগ করে ১৮ হাজার মাছ নিধনের অভিযোগ করেছেন এক খামারি । এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (০৭ জুন) সকালে আশুলিয়ার মোজার মিলে বাস স্ট্যান্ড সংলগ্ন দুটি পুকুররে গিয়ে দেখা গেছে, মাছগুলো মরে আছে। সেই মাছগুলো সংগ্রহ করেছেন পুকুরের মালিক রাসেল ও তার কর্মীরা।
ভুক্তভোগী খামারি রাসেল জানান, এখানে তিনি মাছ চাষ করেন প্রায় ৮ বছর। মাছ চাষের ট্রেড লাইসেন্সও রয়েছে তার। এক বিঘা জমি নিয়ে তার পুকুর দুইটা। একটির ভিতরে ১২ হাজার ও আরেকটির ভেতর ৬ হাজার পাঙ্গাস মাছ রয়েছিলো। আর কিছুদিন পরেই মাছগুলো বিক্রি করতো রাসেল। একটি পাঙ্গাসের ওজন এক থেকে দেড় কেজি করে। আজ সকালে খাবার দেয়ার সময় দেখেন মাছগুলো নরাচরা করে না। পরে তিনি পুকুরে নেমে দেখেন মাছ মরে পানির নিচে ভাসতেছে। এখন থেকে প্রায় ৮০-৯০ মণ মরা মাছ উঠানো হয়েছে। আরও অনেক মাছ রয়েছে পুকুরে। দুইটি পুুকুরের একই অবস্থা।
সাভার উপজেলা সিনিয়ার মৎস কর্মকর্তা কামরুল হাসান সরকার বলেন, এখন প্রথম করণীয় হচ্ছে, উনি যদি কাউকে সন্দেহ করেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই সুস্পষ্ট কারণ দেখাতে হবে। এ জন্য আমরা তাকে সহযোগিতা করবো।