ঠাকুরগাঁওঃ জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৮ করোনা রোগী শনাক্ত হয়েছেন।
শুক্রবার (৭ মে) সকালে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ( ৭ মে) সকাল পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, ঠাকুরগাঁও বক্ষব্যাধি ক্লিনিক ও সদর হাসপাতালে ও উপজেলা হাসপাতাল গুলোর এন্টিজেন টেস্টর প্রাপ্ত রিপোর্ট অনুয়ায়ী ঠাকুরগাঁও সদর উপজেলায় ১০ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫ জন, রানীসংকৈল উপজেলায় ১ জন, হরিপুর উপজেলায় ১ জন, পীড়গঞ্জ উপজেলায় ১ জনহ মোট ১৮ জন ব্যক্তির দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৮ বছর বয়সী ১ জন পুরুষ, রানীসংকৈল উপজেলায় ৬৩ বছর বয়সী একজন পুরুষ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর করোনা ডেডিকেটেড হাপাতালে মারা গেছেন। আগের দিন ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছিল।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, জেলায় এখন পর্যন্ত এক হাজার ৭৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৫৮০ জন। শুধু চলতি জুন মাসের এই প্রথম সপ্তাহেই করোনাই আক্রান্ত হয়েছেন ৭৩ জন। করোনায় মারা গেছেন ৪০ জন।ঠাকুরগাঁওয়ে অস্বাভাবিক ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।