রাজশাহীঃ জেলার পুঠিয়া উপজেলায় পুকুরে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে শাকিল উদ্দীন (২৫) নামে এক যুবকের।
এসময় আহত হয়েছেন হাফিজ উদ্দীন নামে আরেক যুবক। রবিবার (৬ জুন) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের শুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল ওই এলাকার সোহরাব হোসেনের ছেলে। বজ্রপাতে আহত হাফিজ উদ্দীনের বাড়িও একই এলাকায়।
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার বিকেলে শাকিলসহ তিনজন যুবক স্থানীয় একটি পুকুরে কাজ করছিলেন। এ সময় আকাশে মেঘ উঠলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে শাকিল ঘটনাস্থলেই মারা যান। আর আহত হন হাফিজ উদ্দীন। আরেকজন কিছুটা দূরে অবস্থান করায় তার কোনো ক্ষতি হয় নি।
চেয়ারম্যান মুকুল বলেন, ঘটনার পর স্থানীয়রা খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আর আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, বজ্রপাতে একজন নিহত হওয়ার খবরটি তিনি শুনেছেন। অভিযোগ না হওয়ায় মরদেহ দাফনে কোনো বিপত্তি নেই।