রংপুরঃ জেলার পীরগাছায় করোনাকালে নারী প্রতি সহিংসতা, প্রতিকার ও নিরসন শীর্ষক মতবিনিময় সভা রবিবার (৬জুন) দুপুরে নাগরিক উদ্যোগ আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নারী অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হই, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে আওয়াজ তুলি এ প্রতিপাদ্যে মতবিনিময় সভার আয়োজন করে মানবাধিকার বিষয়ক সংস্থা নাগরিক উদ্যোগ।
ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশি ব্যবস্থা প্রকল্পের সহযোগিতায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, নাগরিক উদ্যোগ এর উর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা আবু নাসের মাসুদ, উপজেলা আঞ্চলিক অফিসের এরিয়া ম্যানেজার শ্যামল মোহন্ত, উপজেলা নাগরিক অধিকার দলের সভাপতি মাহবুবার রহমান লাঞ্চু, সাধারন সম্পাদক কামরুন নাহার শিউলি, কৈকড়ী ইউনিয়ন সাধারন সম্পাদক রোজী বেগম, অন্নদানগর ইউনিয়ন সভাপতি আজিজুল হক, কল্যাণী ইউনিয়ন সাধারন সম্পাদক রাশেদা বেগম প্রমুখ।
মতবিনিময় সভায় নারীদের উপর সহিংসতা রোধ, অধিকার ও প্রতিকার পাওয়ার বিষয়ে আলোচনা করা হয়।