ধামইরহাটে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

মাসুদ সরকার,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জুন ৬, ২০২১, ০৬:০১ পিএম
ছবি: আগামী নিউজ

নওগাঁঃ জেলার ধামইরহাট সীমান্তে ১৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ জন মাদক চোরাকারবারিকে আটক করেছে ১৪ বিজিবি। শনিবার (৫ জুন) বিকেলে উপজেলার চকচন্ডি বিওপির নায়েব সুবেদার মোঃ জয়নাল আবেদীন এর নেতৃত্বে চকচন্ডি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৭৮/৪০-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খরমপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

আটককৃত আসামী ধামইরহাট উপজেলার খরমপুর গ্রামের মৃত গজিম উদ্দিনের ছেলে মোঃ বাবুল হোসেন (৫০)। 

ধামইরহাট থানায় মাদক আইনে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বাবুল হোসেনকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে মর্মে ১৪ বিজিবি পত্নীতলা অধিনায়ক লেঃ কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।