গাজীপুরে অগ্নিকান্ডে ২০ বসত ঘর পুড়ে ছাই

মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি: জুন ৫, ২০২১, ১১:৩৫ পিএম
ছবিঃ আগামী নিউজ

গাজীপুরঃ গাজীপুরের বানিয়ারচালা এলাকায় অগ্নিকান্ডে ২০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (০৫ জুন) দুপুরে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকায় ইভিটেক্স অ্যাপারেলস্ পোশাক কারখানা সংলগ্ন সফুর উদ্দিনের টিনশেড বসত বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।   

বাড়ির মালিক সফুর উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভাড়াটিয়ার ঘর থেকে ধোঁয়া দেখতে পেয়ে অন্য ভাড়াটিয়ারা পাশের পোশাক কারখানার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ভাড়াটিয়ারা কারখানা শ্রমিক থাকায় অধিকাংশ ঘরই তালাবদ্ধ অবস্থায় ছিল। আগুনে সব ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।  

শ্রীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রায়হান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।