গৌরীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জুন ৫, ২০২১, ০৮:৪২ পিএম
ছবি: আগামী নিউজ

ময়মনসিংহঃ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে শনিবার (৫ জুন) এ প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

এতে উপজেলার ষাঁড়, গাভী, বকনা বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগীর খামারিরা অংশ গ্রহণ করেন। এছাড়াও ৩টি ভেটেরিনারি ঔষধ কোম্পানি এতে অংশ গ্রহণ করেছে। প্রদর্শনীতে ৫০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল ও হাঁস-মুরগী দেখা যায়। 

প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাঃ আব্দুল করিম, ভেটেরিনারি সার্জন ডা. নাজনীন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ , সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, আওয়ামী নেতা মোঃ নূর আলী প্রমুখ।

সবশেষে অংশ গ্রহণকারীদের পুরস্কৃত করা হয়েছে। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাঃ আব্দুল করিম জানান- দেশের অন্যান্য উপজেলার মতো গৌরীপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী এবারই প্রথম। এ প্রদর্শনীর মাধ্যমে আমরা উপজেলার খামারিদের গরু, ছাগল লালনপালন ও দুধ, ডিম উৎপাদনের একটি চিত্র তুলে ধরতে চেষ্টা করলাম।