দিনাজপুরে ৪ হাত-৪ পা নিয়ে শিশুর জন্ম !

দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি জুন ৫, ২০২১, ০৬:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

দিনাজপুরঃ জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুরে চার হাত ও চার পা  বিশিষ্ট শিশুর জন্ম।    

জানা যায়, গত ৪ জুন শুক্রবার ভোর রাতে বীরগঞ্জে "বীরগঞ্জ ক্লিনিক" নামের একটি বেসরকারি হাসপাতালে  চার হাত পাওয়ালা নবজাতকের জন্ম।

নবজাতকের পিতা দিনমজুর গোলাম রব্বানী কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। নবজাতক ও প্রসূতিকে ওই ক্লিনিক থেকে ছাড় পত্র নিয়ে নিজ গ্রামে নেওয়া হয়েছে। দম্পতির ছয় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।

খবর ছড়িয়ে পড়ায় গোলাম রব্বানীর বাড়িতে এলাকার লোকজন ভিড় করছে নবজাতকটিকে এক নজড় দেখতে।

নবজাতকের পিতা জানান স্ত্রীর গর্ভকাল ৯ মাস পূর্ণ হলে গত বৃহস্পতিবার রাতে স্ত্রীর প্রসব বেদনা উঠলে মাইক্রোবাসে বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ ক্লিনিকে স্ত্রীকে নিয়ে যাই।  ক্লিনিকে সে সময় কোনো চিকিৎসক ছিলেন না।

শুক্রবার ভোরে স্ত্রীর ছেলে সন্তান প্রসব হয়। তাঁর সন্তানের চারটি হাত ও চারটি পা। শরীরের বাঁ পাশে কোমর ও পেটের মাঝামাঝি থেকে বাড়তি দুটি করে হাত-পা বের হয়েছে। বর্তমানে স্ত্রী ও সন্তান ভালো আছে।