তাহিরপুর সীমান্তে ভারতীয় অবৈধ মালামাল আটক

শামছুল আলম আখঞ্জী, তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি জুন ৪, ২০২১, ০৯:০৯ পিএম
ছবিঃ আগামী নিউজ
সুনামগঞ্জঃ  তাহিরপুর উপজেলার সীমান্তে' এক বিশেষ অভিযান পরিচালনা করে, (প্রায়) আড়াই লক্ষ টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে বিজিবির জোয়ান।
 
শুক্রবার (৪ জুন) লাউরগড় বিজিবির বিওপির টহল দল' গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভাটপাড়া ও মকসুদপুর নামক স্থান হতে, ৪টি ভারতীয় গরুসহ ১৩হাজার পিস নাসির বিড়ি আটক করা হয়।
 
অপরদিকে (৪ জুন) ট্যাকেরঘাট বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে,  উপজেলাধীন  উত্তর শ্রীপুর ইউনিয়নের ভুরুঙ্গাছড়া নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৬,৫০০/- টাকা।
 
সর্বমোট সিজার মূল্য ২,৩৩,৬০০/-টাকা।
 
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের পিএসসি পরিচালক তসলিম এহসান পিএসসি এর সত্যতা নিশ্চিত করেন। তিনি আর বলেন, অধিনায়ক আটককৃত দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং নাসির বিড়ি ও গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।