নবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

শামীম হোসেন সামন, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জুন ৩, ২০২১, ০৮:২৩ পিএম
ছবি: আগামী নিউজ

ঢাকাঃ আগামী ৫-১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন)  দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংবাদিক সহ সংশ্লিষ্টদের সাথে এ সভা করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

ডা. মো. শহীদুল ইসলাম সভায় জানান, আগামী ৫-১৯ জুন পর্যন্ত এ উপজেলায় প্রায় ৫০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৬০ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আগামী ৫ জুন শনিবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হবে বলে আলোচনা সভায় জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফূল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত হোসাইন, চিকিৎসক ডা. কামরুজ্জামান, ডা. রবিউল ইসলাম প্রমুখ।