নানিয়ারচরে বিষপানে কৃষকের আত্মহত্যা

নিউটন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি  জুন ৩, ২০২১, ০৭:৫৭ পিএম

রাঙামাটিঃ জেলার নানিয়ারচর উপজেলাধীন বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার মোঃ শাহজাহানের ছেলে মোঃ ইব্রাহিম (৪৫) নামে এক কৃষকের বিষপান করে আত্নহত্যা করেছেন। 

পারিবারিক সুত্রে জানা গেছে, চাষাবাদ ও ক্ষেতখামার পরিচালনার জন্য লোকাল বেশ কয়েকটি এনজিও থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে পরিশোধের ভিত্তিতে ঋণ নিয়েছিল। একপর্যায়ে ঋণের পরিমাণ বেড়ে যায়। যে কারনে কিস্তির টাকা শোধ করতে বোঝা হযে দাঁড়ায়। একদিকে এনজিওদের চাপ অন্যদিকে চাষাবাদের মন্দাবস্থা। সব মিলিয়ে সংসারের ভরণপোষনের অভাব অনটন। সেজন্য এসব কিছু সইতে না পেরে বিষপান করে আত্নহত্যার পথে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন ইব্রাহিমের ছোট ভাই মোঃ ইসমাইল।

নিহত ইব্রাহিমের ছেলে মোঃ অনিক জানান, গত ২২মে বাড়িতে বিষপান করলে তাকে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শারীরিক অবস্থা অবনতি হলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে হস্তান্তর করে নানিয়ারচর স্বাস্থ্য কর্তৃপক্ষ। সদর হাপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নতি হলে নিজ বাড়িতে নিয়ে আসেন তার পরিবার। কিছুদিন পরে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থা অবনতি ঘটলে বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

নিহত ইব্রাহিম চিকিৎসাধীন অবস্থায় বিষপানে আত্নহত্যার মৃত্যুবরণের বিষয়টি নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান সত্যতা নিশ্চিত করেছেন।