ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লক্ষাধিক শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
জুন ৩, ২০২১, ০১:৫১ পিএম
ছবিঃ আগামী নিউজ
ব্রাহ্মণবাড়িয়াঃ ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (৩ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের এক
ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন সিভিল সার্জন মো. একরাম উল্লাহ। কর্মশালায় করোনাকালীন পরিস্থিতিতে ভিটামিন ‘এ’ প্লাসের গুরুত্ব তুলে ধরে প্রদর্শনী উপস্থাপন করেন ডা. মাহমুদুল হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখ।
কর্মশালায় জানানো হয়, পূর্বে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির কারণে তা বাড়িয়ে ৮ কর্মদিবস করা হয়েছে। জেলার ৯টি উপজেলার ২ হাজার ৪০২টি কেন্দ্রে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ক্যাম্পেইন চলবে। চলতি বছর ৬ থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার ৫৪৬ শিশুকে নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬০ হাজার ৫৭৮ জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।