গাজীপুরে শিল্প মালিকদের সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি জুন ২, ২০২১, ০৯:১২ পিএম
ছবি: আগামী নিউজ

গাজীপুরঃ জেলার শিল্প মালিকদের সাথে আইনশৃংখলা সংক্রান্তে মতবিনিময় সভা করেছে শিল্প পুলিশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শফিকুল ইসলাম।

বুধবার ( ২ জুন) দুপুরে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে মহানগরীর মোগড়খাল এলাকায় অবস্থিত গাজীপুর শিল্প পুলিশ-২ এক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন, সিনিয়র সহকারি পুলিশ সুপার এ কে এম শাহীন মন্ডল, স্টাইলিষ্ট গার্মেন্টসের চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী, আম্বার কটন মিলসের নির্বাহী পরিচালক নূরুল ইসলাম, দি ডেল্টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সহকারি মহা-ব্যবস্থাপক এস এম তৌহিদুল ইসলাম, ফারদার ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সালেহীন ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান। এর আগে তিনি শিল্প পুলিশের বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, মালিক-শ্রমিক সবাই আমাদের কাছে সমান ও সম্মানের। আমাদের দেশের সকল ধরনের ইন্ডাস্ট্রিকে সুন্দর ও সুচারুভাবে সচল রাখতে হবে। যাতে কোনভাবে কোন ধরণের তৃতীয় শক্তিদ্বারা প্রভাবিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের মাঝে ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় এবং উৎপাদন কার্যক্রমে বিঘ্ন না ঘটে। আমরা চাই সকল ধরণের কারখানায় মালিক ও শ্রমিকদের মাঝে কোন ধরণের ভুল বুঝাবুঝি না থাকুক। যাতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলে।