ফরিদপুরে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরন
সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি
জুন ২, ২০২১, ০৭:১৫ পিএম
ছবিঃ আগামী নিউজ
ফরিদপুরঃ জেলার নগরকান্দায় ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে নগরকান্দার তালমা ইউনিয়নের গহেরপুর এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির তথ্য বিষয়ক সদস্য জামাল হোসেন এ অর্থ বিতরন করেন। ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১০১ টি পরিবারের প্রত্যেকের মাঝে দুই হাজার টাকা করে বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান প্রমুখ।