আদালতের প্রবেশ পথে বাঁধা: ৫ জনের বিরুদ্ধে মামলা

রাজু আহম্মদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি জুন ২, ২০২১, ০৩:৩৯ পিএম
ফাইল ফটো

জয়পুরহাটঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ জহুরুল ইসলাম সহ অন্যান্য ৫ জন কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছেন একই আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণ কুমার সরকার।

ভারপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজেন্স কোর্ট-১ আদালতের বিচারক মোঃ জাকির হোসাইন, আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণ কুমার সরকারের বাদীত্বে আনিত এই মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন।

মামলার আসামীরা হলো জয়পুরহাট সদর থানার রাঘবপুর গ্রামের মোঃ মোবারক আলীর সন্তান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ জহুরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, মোঃ রাসেল, মোঃ রবিউল ইসলাম, মোঃ সামছুল আরেফিন ও মোঃ জাহাঙ্গীর আলম। আসামীগণ সকলেই চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারী।

মামলার বিবরণে জানা যায়, আসামীগণ গত ইং ৩০/০৫/২০২১ তারিখে অসৎ উদ্দেশ্যে এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে তালা লাগিয়ে প্রধান ফটকের সামনে রাস্তায় উল্লেখিত আসামীগণ সহ আরও অজ্ঞাতনামা আসামীগণ ঐক্যবদ্ধ হয়ে আইনজীবী সহ বিচারপ্রার্থী জনগণকে বেআইনী পথরোধ করে। আদালতের প্রবেশ পথে বাঁধা সহ আদালতের অন্যান্য কর্মচারীদের মারপিট ও সরকারী কর্মচারীদের কর্তব্য পালনে তারা বাঁধা প্রদান করেন।

এ ব্যাপারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ জহুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায়, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর বিরুদ্ধে আমরা নানা অনিয়ম নিয়ে মানববন্ধন করিলে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের ন্যায় সংগত কর্মসূচিকে বাঁধা প্রদান করতে এবং ম্যাজিস্ট্রেট এর অনিয়ম লুকাবার প্রতিবাদে অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দিয়েছেন।