নেত্রকোণায় ভারতীয় মহিষ আটক

সালাহ উদ্দীন খান রুবেল, নেত্রকোণা প্রতিনিধি  মে ৩০, ২০২১, ০৩:৪৪ পিএম
ছবি: আগামী নিউজ

নেত্রকোণা: চারটি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া রোববার লিখিত প্রেস-বিজ্ঞপ্তীতে জানান এ তথ্য জানান।

এতে জানানো হয়,  নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপি’র সুবেদার মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১১৬৯/১২-এস হতে আনুমানিক একশত পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্দি নামক স্থান হতে চার টি ভারতীয় মহিষ আটক করা হয়। 

আটককৃত চার টি মহিষের সিজার মূল্য আনুমানিক ছয় লক্ষ টাকা। আটককৃত মহিষগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে। উল্লেখ্য, কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।