পটুয়াখালীঃ জেলার কুয়াকাটায পর্যটন শিল্প ও পর্যটন বিনিযয়োগকারীদের বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন চালু রাখার দাবিতে মানববন্ধন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুযাকাটা(টোয়াক)। এ মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেছেন ট্যুর গাইড, হোটেল ব্যবসাযী, রেস্টুরেন্ট ব্যবসাযী, ট্যুরিস্ট বোট এসোসিয়েশন, মটোর গাইড, স্পীড বোট, ছাতা বেঞ্চ ব্যাবসায়ী, বীচ ক্যামেরাম্যান, শুটকি ব্যাবসায়ী, ঝিনুক ব্যাবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ীদের সংগঠনের নেতৃবৃন্দ।
'টোয়াক' সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, টোয়াকের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, টোয়াক সদস্য জহিরুল ইসলাম মিরনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল ব্যাবসা প্রতিষ্ঠান, শিল্প কল-কারখানা এবং অফিস-আদালত চালু থাকলেও পযটন শিল্প বন্ধ থাকায় আমরা হতাশ। এই শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা চরম সংকটে দিনযাপন করছেন। তারা এই শিল্পকে রক্ষা করতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।