বিদ্যুতের মিটার চুরি ও বিকাশে চাঁদাবাজির মুল হোতা গ্রেফতার 

দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি মে ২৭, ২০২১, ০৯:০৩ পিএম
ছবি: আগামী নিউজ

দিনাজপুরঃ জেলার ঘোড়াঘাটে মিটার চুরি করে বিকাশের মাধ্যমে চাঁদাবাজি চক্রের মুল হোতা আটক। জানা যায়, বুধবার (২৬ মে) ঘোড়াঘাট থানা পুলিশের নিরলস প্রচেষ্টা,উর্ধতন কর্তৃপক্ষ ও সাবেক সার্কেল হাকিমপুর স্যারের গাইড লাইন মোতাবেক গোবিন্দগঞ্জ শহর গাছি এলাকা হতে ঘোড়াঘাট থানা পুলিশের টিম   মিটার চুরি করে বিকাশের মাধ্যমে চাঁদাবাজি চক্রের মুল হোতা গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারাপুর গ্রামের মোঃ  রিয়াজ উদ্দিন মন্ডলের পুত্র  ইমতিয়াজ মন্ডল স্বাধীন (৩০) গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদে গত ২৫ শে মে  পাঁচবিবি এলাকা হতে রাতে ১ টি ডিপ টিউবওয়েলের মিটার চুরি করে বলে স্বীকার করে।

তথ্য মতে আসামিকে  নিয়ে রাঁধাবাড়ী জনৈক  হাকিম মন্ডলের ডিপটিউবওয়েলের থ্রি ফেস মিটার খড়ের গাদা হতে সে বের করে দেয় এবং উদ্ধার করে পুলিশ তা জব্দ করে। জিজ্ঞাসাবাদে আসামী পুলিশকে ঘোড়াঘাট,হাকিমপুর,গোবিন্দগঞ্জ ও পাঁচবিবি  থানা এলাকায় মিটার চুরি করে মোবাইল এ যোগাযোগ করিয়ে বিকাশের মাধ্যমে টাকা আদায়ের কথা স্বীকার করে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিন আগামী নিউজকে সত্যতা নিশ্চিত করে বলেন, ৬ মাস নিরলস প্রচেষ্টায় আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হলে সে কখন কিভাবে চুরি করে তার বিস্তারিত বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে।